আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এবার গভীর নলকূপের গর্তে পড়ে গেল চার বছরের শিশু

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

এবার গভীর নলকূপের গর্তে পড়ে গেল চার বছরের শিশু

চট্টগ্রামের রাউজানে মাঠের মধ্যে গভীর নলকূপের গর্তে পড়ে মো. মেজবাহ নামে চার বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক টীম উদ্ধার অভিযান শুরু করেছে।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রাউজানের কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বড়ুয়াপড়ায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটি ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে খেলাধূলা করতে গিয়ে শিশু মেজবাহ হঠাৎ করে মাঠের মধ্যে ওই নলকূপ স্থাপনের জন্য খুঁড়ে রাখা পাইপ আকৃতির চিকন একটি গর্তে পড়ে যায়। এসময় স্থানীয়রা শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে সবাইকে ডাকতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে একটি টীম এসে উদ্ধার কাজ শুরু করে। তবে উদ্ধার কাজ চালানোর সময় শিশুটি আরও গভীরে চলে যায়। এতে উদ্ধার করা আরও কঠিন হয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগে সরকারি একটি প্রকল্পের জন্য কদলপুরের বড়ুয়া পাড়ায় একটি নলকূপ খনন করা হয়। তবে সেখানে গর্তটি দীর্ঘদিন উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় পড়ে আছে। আনুমানিক ৪০-৫০ ফুট গর্তটির গভীরতা হতে পারে বলেও জানান তারা।

এ বিষয়ে রাউজান থানার ওসি মো. এস এম সাজেদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস ও পুলিশসহ শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

উল্লেখ্য , কিছু দিন আগে রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা গর্তে পড়ে গিয়েছিলো দুই বছর বয়সী শিশু সাজিদ। প্রায় ৩২ ঘণ্টা পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর তাকে মৃত ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...