ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বল হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ১টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।
এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

