বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়িসহ জব্দ পিকআপ

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৫: ১৭

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ একটি পিকআপ জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার দুপুরে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বল হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ অক্টোবর) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০) বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ১টি পিকআপসহ বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান জানান, সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত অপরাধ (মাদক ও পণ্য চোরাচালান) প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে এবং থাকবে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত