চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেটে দেড় শতাধিক নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বেলা সাড়ে ১১টায় দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার ৯ জানুয়ারি ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনায় মোট ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কমকর্তা ৮ জন এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ৮৪ জনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

