ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় চালক নিহত

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১০: ২২

কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ গাড়ির চাপায় ফরহাদ মিয়া (৫০) নামের এক কাভার্ডডভ্যান চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নোয়াবাজার এলাকায়। নিহত চালক ফরহাদ মিয়া ঢাকার নবাবগঞ্জের আলালপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে। বৃহস্পতিবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ সাহাব উদ্দিন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জনায়, বুধবার রাতে উপজেলা নোয়াবাজার এলাকায় চট্টগ্রামমুখী (ঢাকা মেট্রো-ট-২৩-৭২৭৪) কাভার্ডভ্যানের ড্রাইভার হেলপার বসা কেবিন চলন্ত অবস্থা লক খুলে মহাসড়কে আলাদা হয়ে যায়। এ সময় চালক হেলপার মহাসড়কে চিটকে পড়লে কাভার্ডভ্যানের পিছনের অংশ চালক ফরহাদকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান।

মিয়াবাজার হাইওয়ে থানার এস আই ফারুক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ফাঁড়ি থানার নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত