মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ০৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মহিউদ্দিন (৩০) নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলওয়ের ডাউন লাইনে ৬৭/৮ নাম্বার পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মহিউদ্দিন উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকার বদি মাস্টার বাড়ির বাসিন্দা আজিজুল হকের সন্তান। তিনি স্থানীয় একটি শিল্পকারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, সকাল ৯টার দিকে আপ-ডাউন লাইনে একত্রে ট্রেন আসায় মহিউদ্দিন একটি লাইন পার হতে পারলেও আরেক দিক থেকে আসা ট্রেন লক্ষ করেনি। এতে সাথে সাথে দ্রুতগামী ট্রেনের কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী আরিফুল ইসলাম বলেন, সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে নিহতের মাথা আর দেহ আলাদা হয়ে গেছে। তাই চেনার কোনো উপায় নেই। তবে লোকটির ফোনে থাকা কয়েকটি নাম্বারে যোগাযোগ করেছি। কেউ তাকে চিনে না বলতেছে। 

ঘটনার পর ঘটনাস্থলে যান জোরারগঞ্জ থানা পুলিশ এবং রেলওয়ে পুলিশ। সীতাকুণ্ড রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) আশরাফ সিদ্দিকী বলেন, আমরা ঘটনাস্থলে এসে একটি লাশ উদ্ধার করেছি। মোবাইলের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছি, স্বজনদের খবর দেয়া হয়েছ, তারা এলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত