শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১৪: ২৩
গ্রেপ্তারকৃত রাসেল

ফেনীতে ছয় বছরের এক কন্যা শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে শিশুটির বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রাসেল (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। রাসেল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটি মাথিয়ারা এলাকার বাড়ি থেকে নিখোঁজ হয়। সারাদিন মাইকিং করে খোঁজাখুঁজির পরেও তার সন্ধান মেলেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিবারের সদস্যরা একই এলাকার সোনালী ব্রিকস-এর একটি পরিত্যক্ত সেপটিক ট্যাংকের কাছে শিশুটির জামা দেখতে পান। এরপর ট্যাংকের ভেতরে তল্লাশি চালিয়ে পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়া হয়েছে। এই সন্দেহে স্থানীয়রা ওই ব্রিকফিল্ডে কর্মরত রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ইউপি সদস্য নূর নবী জানান, শিশুটির পরিবার কাজের সূত্রে মাথিয়ারার একটি কলোনিতে বসবাস করতো। আটক রাসেল প্রায় দুই বছর ধরে ওই ব্রিকফিল্ডে কাজ করে। জিজ্ঞাসাবাদে রাসেল শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ সেপটিক ট্যাংকে ফেলার কথা স্বীকার করেছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে।

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত