বোরকা পরে এসে বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৪: ৩৪

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্য বাজারে বোরকা পরিহিত অবস্থায় এসে এক বিএনপির কর্মীকে গুলি করে হত্যা করেছে।

রোববার দুপুর ১২টায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. সেলিম (৪২)।

তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়ার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে কদলপুরের ঈশানভক্ত হাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বোরকা পরা চার ব্যক্তি অটোরিকশাযোগে বাজারে আসে এবং হঠাৎ সেলিমকে খুব কাছ থেকে মাথায় গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই সেলিমের মৃত্যু হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি অত্যন্ত পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছি। হামলাকারী বোরকা পরে অটোরিকশায় করে এসেছিল -এমন তথ্য আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পেয়েছি।

নিহত সেলিমকে স্থানীয়ভাবে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী। রাজনৈতিক বিরোধ নাকি ব্যক্তিগত শত্রুতা-তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেলিম বিএনপির নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত