চট্টগ্রামে প্রথমবারের মতো দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৭: ০৬

চট্টগ্রামে প্রথমবারের মতো দুজনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৭ জুলাই) রাতে নগরীর একটি বেসরকারি ল্যাব—এপিক হেলথ কেয়ারে রক্তের নমুনা পরীক্ষায় তাদের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়ে।

বিজ্ঞাপন

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-কে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনাক্ত হওয়া দুই ব্যক্তি হলেন মো. জাবেদ (৪২) ও রিফাত আরা (৪২)। মেডিসিন বিশেষজ্ঞ ডা. ওয়ালিউল্লাহ ও ডা. মো. নুরুন্নবীর চেম্বার থেকে তাদের রক্ত পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রিপোর্টে ভাইরাসটির উপস্থিতি পাওয়া যায়।

ডা. জাহাঙ্গীর আরও জানান, আক্রান্ত পুরুষের উপসর্গ ছিল জ্বর, শরীর ব্যথা ও লালচে র‍্যাশ। অপরদিকে, নারী রোগীর উপসর্গ ছিল জ্বর, হাত-পা ব্যথা ও ফুলে যাওয়া। যদিও জিকা ভাইরাসে ডেঙ্গুর মতো তীব্র জীবনঝুঁকি নেই, তবে এটি গর্ভবতী নারীদের জন্য মারাত্মক—কারণ গর্ভাবস্থায় সংক্রমিত হলে অনাগত শিশুর বিকাশ ব্যাহত হতে পারে।

সিভিল সার্জন আরও বলেন, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা—তিনটিই এডিস মশাবাহিত ভাইরাস। তাই মশার বিস্তার রোধে সতর্কতা ও জনসচেতনতা এখন সবচেয়ে বেশি জরুরি।

এ বিষয়ে আইইডিসিআরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল হাতে পেলেই স্বাস্থ্য বিভাগ পরবর্তী নির্দেশনা দেবে বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত