লক্ষ্মীপুরের রামগঞ্জে দুর্বৃত্তদের হাতে নিহত মা ও মেয়ের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ সময় হাজারো মানুষের ঢল নামে। অনেককেই কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে । নিহতের আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেয়ার জন্য বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা ছুটে আসেন।
জানাজার আগে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম হত্যাকারীদের ধরার জন্য প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তা না হলে জনগণকে নিয়ে থানা ঘেরাও করার হুঁশিয়ারি প্রদান করেন তিনি।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ৯টায় রামগঞ্জ উপজেলার ৫নং চন্ডিপুর ইউনিয়নের উত্তর চন্ডিপুর শ্রীরামপুর গ্রামের সোনাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও তার কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে। পরে তারা ঘর থেকে ৩০ ভরি স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় রামগঞ্জজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

