কুমিল্লায় দুই ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০: ০০

কুমিল্লার বুড়িচংয়ে অবৈধভাবে বাংলাদেশে আসায় ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. জিয়াউর রহমান।

বিজ্ঞাপন

আটকরা হলেন- ভারতের সিপাহীজলা মধুপুর থানার বিশালঘর পোস্ট অফিসের কোনাবন গ্রামের ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা ও বিমল দেব বর্মা।

বিজিবি কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, সকালে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল বিজিবি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কৈখলা এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়। তারা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত