চট্টগ্রামে যুবলীগের ৫১ সেকেন্ডের মিছিল, আটক ৩

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ১৮: ১৬

‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’— এভাবে সড়কে স্লোগান ধরে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ঝটিকা মিছিল করেছেন যুবলীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এই মিছিল দেখা যায়। মিছিলে অংশ নিয়েছেন অন্তত ১২ জন নেতাকর্মী। ঘটনার পর পর মিছিল থেকে তিনজন আটক করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন নগর যুবলীগ নেতা হানিফ। আর মিছিলে থাকা ব্যানারটিতে লেখা ছিল— ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন বলেন, মিছিলটি ভোরে হয়েছে। আনুমানিক সকাল ৭টার দিকে। খবর পেয়ে মিছিল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের জন্য অভিযান চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত