‘অপারেশন ডেভিল হান্ট’ লোহাগাড়া আ. লীগের সভাপতি গ্রেপ্তার

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭: ৪৯

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৫৩) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে সদর উপজেলার জমিদার পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। খোরশেদ আলম চৌধুরী উপজেলা সদর লোহাগাড়া ইউনিয়নের জমিদার পাড়ার মৃত বেলায়ত চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তিনটি মামলা রয়েছে। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। যথাসময়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত