প্রতিনিধি, কুবি
৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে একমাত্র সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আব্দুলাহ (শুভ)। ২০২০ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন বলে জানান তিনি।
জানা গেছে, শুভ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তার বাবা মো. আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা সামছুন নাহার গৃহিণী। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
২০১১ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন শুভ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ৩.৬১ সিজিপিএ নিয়ে বি.ফার্ম সম্পন্ন করেন। পরে এম.ফার্ম ডিগ্রিও অর্জন করেন।
নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, “বাবা-মায়ের দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতের কারণে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তবে কয়েক বছরের পরিশ্রমের চেয়েও রেজাল্ট শিটে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে পাওয়া ছিল সবচেয়ে আনন্দের। এই অনুভূতি নিয়েই আমি দেশের মানুষের সেবা করতে চাই।”
বিসিএস প্রস্তুতির বিষয়ে পরামর্শ দিতে গিয়ে শুভ বলেন, “সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। লক্ষ লক্ষ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে শর্টকাট নয়, গভীর প্রস্তুতি দরকার। তাই নিজেকে উজাড় করে দিয়ে পড়তে হবে, মনের মধ্যে মা-বাবার মুখ আর আল্লাহর নাম রাখতে হবে। কারণ বিসিএস একটি দীর্ঘ সময়ের প্রতিযোগিতা।”
শুভর এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিশেষ করে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ক্যাডারে একমাত্র সুপারিশপ্রাপ্ত।
৪৪তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) থেকে একমাত্র সুপারিশপ্রাপ্ত হয়েছেন ফার্মেসি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এস এম আব্দুলাহ (শুভ)। ২০২০ সালের মাঝামাঝি থেকে বিসিএসের প্রস্তুতি শুরু করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে এ সাফল্য অর্জন করেন বলে জানান তিনি।
জানা গেছে, শুভ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা। তার বাবা মো. আজিজ আহমেদ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং মা সামছুন নাহার গৃহিণী। ৪ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়।
২০১১ সালে মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেন শুভ। এরপর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ভর্তি হয়ে ৩.৬১ সিজিপিএ নিয়ে বি.ফার্ম সম্পন্ন করেন। পরে এম.ফার্ম ডিগ্রিও অর্জন করেন।
নিজের অনুভূতি জানিয়ে শুভ বলেন, “বাবা-মায়ের দোয়া, আমার পরিশ্রম আর আল্লাহর রহমতের কারণে আমি এই রেজাল্ট করতে পেরেছি। তবে কয়েক বছরের পরিশ্রমের চেয়েও রেজাল্ট শিটে নিজের রেজিস্ট্রেশন নম্বরটা খুঁজে পাওয়া ছিল সবচেয়ে আনন্দের। এই অনুভূতি নিয়েই আমি দেশের মানুষের সেবা করতে চাই।”
বিসিএস প্রস্তুতির বিষয়ে পরামর্শ দিতে গিয়ে শুভ বলেন, “সবচেয়ে বড় শর্টকাট হলো সবচেয়ে বেশি পড়া। লক্ষ লক্ষ প্রতিযোগীর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হলে শর্টকাট নয়, গভীর প্রস্তুতি দরকার। তাই নিজেকে উজাড় করে দিয়ে পড়তে হবে, মনের মধ্যে মা-বাবার মুখ আর আল্লাহর নাম রাখতে হবে। কারণ বিসিএস একটি দীর্ঘ সময়ের প্রতিযোগিতা।”
শুভর এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। বিশেষ করে যখন তিনি বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন ক্যাডারে একমাত্র সুপারিশপ্রাপ্ত।
গোপালগঞ্জের ডিসি অফিস ঘিরে দুই পাশে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে এনসিপির নেতাকর্মীরা গোপালগঞ্জের সমাবেশ শেষ করে বের হওয়ার পর পরই তাদের গাড়িবহরে হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
৪০ মিনিট আগেতিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে আমার দেশকে বিএনপির পত্রিকা বলা হতো, এখন বিএনপি-জামায়াতের পত্রিকা বলে। জামায়াতের ক্ষমতায় আসার মতো পরিবেশ হলে তারা অন্য কারো পত্রিকা বলে ট্যাগ দিবে। আমি স্পষ্টভাবে বলতে চাই, আমার দেশ কোনো দলের পত্রিকা নয়। আমার দেশ বাংলাদেশের সাধারণ জনগণের পত্রিকা।
১ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর আইনশৃঙ্খাল বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে। বুধবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল চারটার দিকে থেমে থেমে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
১ ঘণ্টা আগেপ্রস্তুতি কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, বুধবার দুপুর ৩টায় জিরোপয়েন্ট থেকে সদর হাসপাতাের কোণা থেকে ঘুরে শকুনী লেক পর্যন্ত পদযাত্রা করার কথা থাকলেও নেতাকর্মীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত মাদারীপুরে পৌঁছেনি।
১ ঘণ্টা আগে