আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ফেনীর জামাতা হলেন ডাকসু জিএস ফরহাদ

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীর জামাতা হলেন ডাকসু জিএস ফরহাদ

ফেনীর জামাতা হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদদের (ডাকসুর) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ। পাত্রী সোনাগাজীর জাময়াত নেতা এমদাদুল্লাহ কাজলের বড় মেয়ে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চাকসুর নির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস সানজিদা।

বিজ্ঞাপন

এসএম ফরহাদও চট্টগ্রামের সন্তান। তার বাবা চট্টগ্রাম বায়তুর শরফ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ফোরকান।

প্রার্থীর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ২৪ ডিসেম্বর জোহরের নামাজের পর ঢাকার একটি মসজিদে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে বিবাহ সম্পন্ন করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সোনাগাজীর এক জামায়াত নেতা জানান, ফরহাদকে জামাই হিসেবে পেয়ে আমরা গর্ভিত। আমাদের মেয়েও কোন অংশ কম নয়। চাকসু নির্বাচনে সানজিদা ৬ হাজার ভোট পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মতো সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে ছিলেন।

প্রঙ্গগত, ডাকসুর জিএস ফরহাদের বাগদান অনুষ্ঠান ডিসেম্বরের মাঝামাঝি হওয়ার পারিবারিক ভাবে কথা ছিল। ওই সময় হঠাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিক পেছানো হয়েছিল বাগদানের দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...