শৃঙ্খলা ভঙ্গ করে ফেসবুকে লাইভ

সীতাকুণ্ড জামায়াতের সেই রুবেল আনসারীকে বহিষ্কার

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০১: ৩২

চট্টগ্রামের সীতাকুণ্ডে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে মো. রুবেল আনসারী নামে এক কর্মীকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। একইসাথে তাকে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়৷

বিজ্ঞাপন

এতে বলা হয়, সংগঠনের সীতাকুণ্ড পৌরসভা শাখার কর্মী মো. রুবেল আনসারীকে সুনাম, শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ন রাখার স্বার্থে তাকে সংগঠনের সকল প্রকার কার্যক্রম থেকে এবং কর্মী ও প্রাথমিক সহযোগী সদস্য পদ থেকেও বহিষ্কার করা হলো৷

গত ১৪ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে রুবেল আনসারী উদ্দেশ্যে প্রণোদিত বক্তব্য প্রদান করেন।এতে তিনি বলেন, "আওয়ামী লীগ নেতা সেলিমকে থানা ৩ছাড়িয়ে আনতে চেষ্টা জামায়াত নেতার। যা সম্পূর্ণ মিথ্যা তথ্য। তার এ কর্মকাণ্ডে সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উত্থাপিত হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইতিপূর্বে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির চৌধুরীকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়। সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্ত মোতাবেক রুবেল আনসারীকে বহিষ্কার করা হলো এবং আরো কিছু জনশক্তিকে শৃঙ্খলা বজায় রাখার জন্য সতর্ক করা হয়েছে। একই সাথে অনলাইনে ও অফলাইনে জনশক্তিসমূহকে সাংগঠনিক শৃঙ্খলা বহির্ভূত নেগেটিভ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান করা হচ্ছে।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী জানান, চট্টগ্রাম উত্তর জেলা, উপজেলা ও পৌরসভা শাখার সম্মিলিত সিদ্ধান্তে রুবেল আনসারীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে উপজেলার সাবেক আমির তাওহীদুল হক চৌধুরীকে বহিষ্কার করা হয়। আমাদের আরো কিছু জনশক্তিকে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বারকে পুলিশ গ্রেপ্তার করে৷ ওইদিন রুবেল আনসারীকে তার ফেসবুক আইডি থেকে সীতাকুণ্ড থানা প্রাঙ্গণে উপস্থিত হয়ে লাইভ করে ঘোষণা দেন যে, জামায়াতের কিছু নেতা আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে গেছেন৷ তবে জামায়াতের দায়িত্বশীলরা বিষয়টিকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন৷ একইদিন একটি ভবনে ইট-বালু সরবরাহ করার জন্য চাপ সৃষ্টির অভিযোগ ওঠে রুবেল আনসারীর বিরুদ্ধে। ওই ভবন সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, কাতার টাওয়ারে ছাদ ঢালাইয়ের কাজে মালামাল সরবরাহ করতে না পেরে পরিকল্পিতভাবে একজন লোককে গ্রেপ্তার করিয়ে দেয় রুবেল আনসারী৷ আওয়ামী লীগ নেতা সেলিম মেম্বারকে তারা চিনেন না৷

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

গুম-খুনে জড়িত ১৫ সেনা কর্মকর্তা চাকরিচ্যুত। ট্রাইব্যুনালে হাজির। সাবজেলে প্রেরণ

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত