আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

জেলা প্রতিনিধি, কুমিল্লা
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে উদ্ধার কোটি টাকার ইয়াবা

কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকা থেকে ১ কোটি বিশ লাখ টাকার ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ১০ বিজিবি। শনিবার রাত সাড়ে নয়টায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে নয়টায় জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্টের টহলদল সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে সীমান্তের ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থানে ৪০ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

কর্নেল মীর আলী এজাজ জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন