আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুমিল্লা ১০ আসন

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের

জেলা প্রতিনিধি, কুমিল্লা

মনোনয়ন ফিরে পেলেন বিএনপি নেতা মোবাশ্বের

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

রোববার মনোনয়নপত্রের বৈধতা চেয়ে দায়ের করা রিটের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট।

বিজ্ঞাপন

এর আগে মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে মোবাশ্বের আলম ভূঁইয়া হাইকোর্টে রিট আবেদন করেছিলেন।

এদিকে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভূঁইয়া । হলফনামায় তথ্য গোপনের কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়।

অন্যদিকে এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াসির আরাফাত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন ।

গত কয়েক দিনের নাটকীয়তার পর অবশেষে বিএনপির বিদ্রোহী কেন্দ্রীয় কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া মনোনয়ন ফিরে পেলেন। বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার রিটের শুনানি সোমবার। এতে গফুর ভূঁইয়ার মনোনয়ন বৈধ না হলে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হতে পারেন মোবাশ্বের আলম ভূঁইয়া ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...