অবৈধভাবে অনুপ্রবেশ করায় কুমিল্লায় ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ১৪: ৪৩

অবৈধভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। শাওনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ।

বিজ্ঞাপন

গতকাল রাত নয়টায় কুমিল্লা বিবির বাজার বিওপির আওতাধীন গোলাবাড়ী পোস্টের অধীন এলাকার সীমান্ত শূন্যলাইন থেকে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর নামক স্থান থেকে বিজিবি টহল দল ভারতীয় নাগরিক শাওন কর্মকারকে (৩৭) আটক করে।

ভারতীয় নাগরিক শাওন কর্মকারের পিতা শান্তি কর্মকার, গ্রাম কাশিপুর মিশন রোড, পোস্ট ও থানা- খায়েরপুর, জেলা পশ্চিম ত্রিপুরা, ভারত।

আটক শাওন কর্মকারের কাছ থেকে তার ব্যক্তিগত ১টি আধার কার্ড, ১টি পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার কার্ড এবং ১টি স্টেট ব্যাংক ক্লাসিক ভিসা কার্ড উদ্ধার করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানসহ অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আটক শাওন কর্মকারকে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার অপরাধে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত