কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের হ্নীলা থেকে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ মাদক কারবারি মো. রফিক ওরফে বর্মাইয়া রফিককে আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে নৌ বাহিনীর গণমাধ্যম শাখা ।
নৌ বাহিনী বলছে, গোপন সংবাদের মাধ্যমে টেকনাফে মোতায়েন হওয়া নৌবাহিনীর কন্টিনজেন্ট মাদক পাচারের তথ্য জানতে পারে। প্রাপ্ততথ্যের ভিত্তিতে নৌবাহিনীর বিশেষায়িত আভিযানিক দল আলীখালী এলাকার জামাই বাজার সংলগ্ন এলাকায় কৌশলগতভাবে ওতপেতে থাকে। ওই সময় মাদক কারবারি মো. রফিক ওরফে বর্মাইয়া রফিক সিএনজি নিয়ে ওই এলাকায় আসলে তাকে আটক করা হয়।
নৌ বাহিনীর দাবি, প্রাথমিকভাবে সিএনজি তল্লাশি করে কোনো মাদকদ্রব্য পাওয়া না গেলেও জিজ্ঞাসাবাদে জানা যায়, মাদকের চালানটি তার দুইজন সহযোগীর মাধ্যমে চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন একটি মাটির স্তুপের নিচে পুঁতে রাখা হয়েছে। ওই তথ্য পেয়ে নৌবাহিনীর আভিযানিক দলটি তাৎক্ষণিক চৌধুরীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান চালায়। তল্লাশিকালে মাটির স্তুপের নিচে পুতে রাখা একটি ব্যাগ থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং ১টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণে উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
থানা সূত্র জানিয়েছে, আটক মাদক কারবারি রফিকের বিরূদ্ধে টেকনাফ থানায় মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার, অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক এবং অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে। শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে ২৫টি কন্টিনজেন্টে অন্তত ৫ হাজার নৌবাহিনী সদস্য কাজ করছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

