আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চট্টগ্রামে জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে জামায়াতসহ ৮ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রামে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীসহ আটজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত শুনানিতে যাচাইবাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।

বিজ্ঞাপন

এর আগে রোববার সকাল ১০টা থেকে দুই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাইবাছাই শুনানি শুরু হয়। এ সময় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন চট্টগ্রাম-৮ ও চট্টগ্রাম-৯ আসনের শুনানি পরিচালনা করেন৷ অপরদিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা চট্টগ্রাম-১৩ আসনের শুনানি পরিচালনা করেন৷

জানা যায়, বিভাগীয় কমিশনার কার্যালয়ের শুনানিতে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতের প্রার্থী ডা. ফজলুল হকের মনোনয়নপত্র দ্বৈত নাগরিকত্বের কারণে (আমেরিকা) বাতিল করা হয়। এ ছাড়া একই আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী (জেএসডি) আব্দুল আবুল মোমেন চৌধুরীর নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের স্বাক্ষর সঠিক না থাকায় এবং স্বতন্ত্র প্রার্থী মিলন কান্তি শর্মার ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে। এছাড়া একই আসনে নাগরিক ঐক্যের প্রার্থী নুরুল আবছারের মনোনয়নপত্র ঋণখেলাপি ও সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়া থাকায় বাতিল করা হয়েছে।

এদিকে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রের স্বাক্ষরে মিল না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী শেহাব উদ্দিনে এবং স্বতন্ত্র প্রার্থী মো. আজাদ চৌধুরীর ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে।

অপরদিকে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বিএনপির বিদ্রোহী আলী আব্বাস এবং ঋণখেলাপি হওয়ায় গণঅধিকারের মো. মুজিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন