ফরিদগঞ্জ বিরামপুর বাজার সড়কে ঠিকাদারের অবহেলায় জনদুর্ভোগ চরমে

উপজেলা প্রতিনিধি, ফরিদগঞ্জ (চাঁদপুর)
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১৩: ৪৪

বিপুল জনসংখ্যা অধ্যুষিত চাঁদপুরের ফরিদগঞ্জ জনপদের গুরুত্বপূর্ণ বাজার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বিরামপুর বাজার। উপজলার দক্ষিণাঞ্চলের এই প্রধান সড়কটির সংস্কার কাজে ঠিকাদারের অবহেলার ফলে বেহাল দশায় চরম দুর্ভোগে ব্যবসায়ী ও বাজারের ক্রেতা বিক্রেতারা।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০২৪ সালের ২৪ ডিসেম্বর গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের আওতায় এক কোটি ১৫ লক্ষাধিক টাকা ব্যয় চারশ মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণের টেন্ডার দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ফাতেমা টেড্রার্সকে। কাজের কার্যাদেশে ১০৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও অদ্যাবধি কাজই করেনি ঠিকাদারি প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

‎ইতোমধ্যে চলতি বছরর এপ্রিল মাস কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

‎অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আফজাল হোসন জানান, বর্ষার কারণে কাজ ধরতে বিলম্ব হয়েছে। কাজের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে এবং বর্ষার শেষে কাজ শুরু করা হবে।

‎বিরামপুর বাজারের ব্যবসায়ী সিরাজুল ইসলাম, খোকন মিয়াসহ বেশ কয়েকজন জানান, বাজারের দুরবস্থা দেখে আমরা নিজেরা বিরামপুর বাজারের সড়কে কিছু ইট বালু ফেলে কোনোমতে মানুষজন চলাফেরা করছে। কোনো প্রতিনিধিই আমাদের এই রাস্তার জন্য কোনো কাজ করেননি। প্রতিবছর বাজার ইজারার নামে লাখ লাখ টাকা আদায় হয়, সেগুলো কোথায় যায়। আমাদের বাজারের কোনো উন্নয়ন হচ্ছে না।

‎অটোরিকশা চালক মনির হোসেন অনেক কষ্টে বিরামপুর বাজার পার হওয়ার পর জানান, ভাই এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে খুবই কষ্ট হয়। বিরামপুর বাজারের বেহাল দশা আপনারা নিজেরাই দেখছেন।

‎এ বিষয় ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় এক কাটি ১৫ লাখ টাকা ব্যয়ে চারশো মিটার দীর্ঘ আরসিসি সড়ক নির্মাণের টেন্ডার দেয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজের কার্যাদেশ নিয়েও কাজ করেননি। ইতোমধ্যে গত ১৫ এপ্রিল কাজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আমরা কার্যাদেশ বাতিল করার জন্য চিঠি দিয়েছি। দ্রুত পুনরায় টেন্ডার দেয়ার প্রক্রিয়া শুরু করবো।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত