আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পতেঙ্গায় পুলিশকে মারধর ছিনতাইয়ে আটক ১২

স্টাফ রিপোর্টার
পতেঙ্গায় পুলিশকে মারধর ছিনতাইয়ে আটক ১২
ছবি: সংগৃহীত

মব তৈরি করে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুফ আলীকে মারধরের ঘটনায় ঘটনায় জড়িত সবাইকে ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতভর নগরীর পতেঙ্গা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

পুলিশকে হেনস্থার ঘটনায় পতেঙ্গা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃতরা পতেঙ্গা সী বিচে ত্রাস সৃষ্টি করে এসআই ইউসুফ আলীকে হেনস্তাসহ মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়াকিটকি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত। এছাড়াও তারা মাদক সেবন ও ছিনতাইয়ে জড়িত।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে সতর্ক করছে, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। মবের প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে সরকার বদ্ধপরিকর।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন