বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, শেখ হাসিনার প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে ১০ বছরের সাজা দিয়েছেন৷ ক্যাঙ্গারু আদালতে ফরমায়েশি রায় দিয়ে ৬ বছর একজন ৭৮ বয়সী বৃদ্ধ মহিলাকে একটি পরিত্যক্ত জরাজীর্ণ ভবনে রাখা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়ার নাম করে স্লো পয়জন করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে উত্তর বিরামপুর ঈদগা বালুর মাঠে কাজিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
খায়রুল কবির খোকন বলেন, বিএনপি যদি দেশ পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশে ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনবে। আমাদের মহিলারা আর না খেয়ে থাকতে হবে না, কষ্ট করতে হবে না৷
কাজিম উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি কাজী ওয়াসিমের সভাপতিত্বে
আরো উপস্থিত ছিলেন বিএনপি'র স্বনির্ভর বিষয়ক সম্পাদক এডভোকেট শিরিন সুলতানা, সদর থানা বিএনপির আহবায়ক আবু সালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন আনুসহ অন্যরা।
এ সময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

