গাজীপুরের শ্রীপুর প্রেসক্লাবের (২০২৫–২০২৭) দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় শ্রীপুর প্রেসক্লাব ভবনে প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলফাজ উদ্দিন স্বপন এ নতুন কমিটি ঘোষণা করেন।
দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেককে সভাপতি, দৈনিক নাগরিক ভাবনার শ্রীপুর প্রতিনিধি টিপু সুলতানকে সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক নুরুল আজিম বাবুল কে সহ-সভাপতিকরে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত সভাপতি যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করে সকলের সহযোগিতা কামনা করেন।

