আদমজী বিহারি কলোনির শীর্ষ মাদক কারবারি নাদিম গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১১: ০১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারি কলোনির শীর্ষ মাদক কারবারি ও অস্ত্র মামলার অন্যতম আসামি নাদিমকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার সকালে র‍্যাব-১১ অপস অফিসার মো. গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। নাদিম সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী বিহারি কলোনির মৃত হারুনুর রশিদের ছেলে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ১৮ জুন আদমজী বিহারি কলোনি এলাকায় মাদকবিরোধী অভিযানে গাঁজার ৮৪টি পুরিয়া, বিপুল পরিমাণ গাঁজা, ছোট-বড় ১৭টি দেশীয় অস্ত্র, চারটি রামদা, সেনাবাহিনীর পোশাক তৈরির একটি থান কাপড়, একটি ছোট ডিজিটাল পাল্লা, ১১টি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ১১৩ টাকা উদ্ধার করা হয়। অভিযানের সময় নাদিম পালিয়ে গিয়েছিল। এসময় আসামি নাদিমের বসতঘর থেকে আলামতগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, আসামি নাদিম অস্ত্রধারী সন্ত্রাসী। সে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকায় জনমনে ভীতি তৈরি করে ছিনতাই, চাঁদাবাজি, চুরি, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড করে থাকে বলে জানা যায়। গ্রেপ্তারকৃতকে সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত