গাজীপুরে মহাসড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ১৩: ৪৩

গাজীপুরে ঈদের ছুটি বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধের দাবিতে দুই স্থানে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঈদের ছুটির বৃদ্ধির দাবিতে গাজীপুরের হোতাপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অন্তত এক ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে একটি কারখানার পোশাক শ্রমিকরা।

হোতাপাড়া এলাকায় ইউটা নিটিং ফ্যাক্টরির শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, আজ (২০ মার্চ) সকালে স্থানীয় ইউটানিটিং ফ্যাক্টরির শ্রমিকরা কাজে এসে এবারের ঈদের ছুটি বেশি দাবি করে। কিন্তু কর্তৃপক্ষ নিয়মের বাইরে ছুটি দিতে অস্বীকার করে। এর জের ধরে বিক্ষুব্ধ শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। পরে শিল্প পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

গাজীপুরে চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ

গাজীপুরে সিএনজিতে চাঁদাবাজি বন্ধের দাবিতে সকাল থেকে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন সিএনজি চালকরা।

সকাল ৯টা থেকে ঢাকা-গাজীপুর সড়কের বাসন থানার সামনে সিএনজি চালকরা অবস্থান নিয়ে সড়ক বন্ধ করে দেয়। এতে সড়কের পাশে যানজট সৃষ্টি হয়।

সিএনজি চালকরা বলেন, বিএনপি নেতার নাম করে প্রতিদিন ১০০ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। টাকা না দিলে মারধর করার হুমকি দেয় চাঁদা আদায়কারীরা। চালকরা আরো বলেন, প্রতিদিন টাকা না দিলে গাড়ি চালাতে দিবে না রাস্তায়। পরে পুলিশ এসে চালকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। প্রায় দেড়ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত