আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)
বাল্কহেড থেকে নদীতে পড়ে শিশুর মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়ায় আড়ালিয়া গ্রামে পা পিছলে বাল্কহেড থেকে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (৮) গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জিলানীর ছেলে।

বিজ্ঞাপন

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুর দেড়টার দিকে সহপাঠীদের সঙ্গে নদীতে গোসল করতে যায় আল আমিন। নদীতে একটি বাল্কহেড থেকে বালু আনলোড করা হচ্ছিল।

এ সময় বাল্কহেড শ্রমিকরা তাদের নেমে যেতে বলায় লাফ দিয়ে পানিতে নামতে গিয়ে পা পিছলে মাথায় আঘাত পেয়ে পানিতে তলিয়ে যায় আল আমিন। পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজখবর নিয়ে দেখছি। আপনাদের বিস্তারিত পরে জানাব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন