স্বৈরাচারের জায়গা আর এই দেশে হবে না: মনির কাসেমী

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২০: ৩০

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসেন কাসেমী বলেন, স্বৈরাচার, ফ্যাসিবাদের জায়গা এই বাংলার মাটিতে আর হবে না। গত ১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে হত্যার রাজনীতি কায়েম করা হয়েছিল। আলেম-ওলামাদের কারাবন্দি করে বাংলাদেশকে হিন্দু রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল।

রোববার ফতুল্লার মুসলিম নগরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, হাসিনা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু বাংলার মানুষ, ছাত্র-জনতা এক হয়ে সেই ফ্যাসিবাদকে এই দেশ থেকে বিতাড়িত করেছে। তারা আর এই দেশে রাজনীতি করতে পারবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ফতুল্লা থানা শাখার সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা আব্দুল মজিদ, জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মীর আহম্মদুল্লাহ ফুয়াদ প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি, জাতীয় নাগরিক পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। মুফতি মনির হোসেন কাসেমী আরো বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। এই মাসে আমাদের ব্যক্তি জীবনে পরিবর্তন আনতে হবে। নিজেরা পরিবর্তন হলে আমাদের সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে পরিবর্তন আসনে পারবো।

এমএস

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত