নরসিংদীতে খুনের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯: ২৭

নরসিংদীর হাজীপুরে মোজাম্মেল নামে এক দোকান কর্মচারীকে হত্যার অভিযোগে প্রধান আসামি কাউছারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), নরসিংদী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে পিবিআই নরসিংদীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো প্রধান আসামি কাউছার (২৫) এবং তার সহযোগী রাকিব (২৪)।

পিবিআই থেকে জানানো হয়, হত্যার পর আসামিরা গাঢাকা দিতে এলাকা ত্যাগ করে। পরে পিবিআই সদস্যরা কুমিল্লা থেকে কাউছার এবং ঢাকার যাত্রাবাড়ি থানা এলাকা থেকে রাকিবকে গ্রেপ্তার করে।

আসামি মোজাম্মেল রায়পুরা উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের বল্লভপুর গ্রামের চান মিয়ার ছেলে। রাকিব (২৪) রায়পুরা উপজেলার রাধাগঞ্জ গ্রামের কাশেম মিয়ার ছেলে।

প্রসঙ্গত, ২০ আগস্ট সকাল ১০টায় দিকে দোকান কর্মচারী মোজাম্মেলকে হাজীপুর ফারুক মোল্লার মোড়ে মদিনা ওয়ার্কশপের সামনে আসামিরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত