নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াআটি, কদমতলী ও গোদনাইল বাগপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সেলিম খান (৬২), যুবলীগ সদস্য মো. ইউসুফ আলী মাসুদ (৪২) ও মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম আমার দেশকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

