বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, আ. লীগের তিন নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ১২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিক লীগ ও যুবলীগের তিন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াআটি, কদমতলী ও গোদনাইল বাগপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সেলিম খান (৬২), যুবলীগ সদস্য মো. ইউসুফ আলী মাসুদ (৪২) ও মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

বিজ্ঞাপন

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনূর আলম আমার দেশকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী মামলা রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত