বিএনপি কখনও গণমাধ্যমের গলা টিপে ধরে নাই: বাবুল

উপজেলা প্রতিনিধি, সদরপুর (ফরিদপুর)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ২০: ০৪

জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি কখনও গণমাধ্যমের গলা টিপে ধরে নাই।

বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বাবুল বলেন, আমি একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী। বিগত আওয়ামী সরকারের আমলে আমার নামে ১২৮ মামলা হয়েছে। মৃত্যুর মুখোমুখো দাঁড়িয়েছি অনেকবার। জেল জুলুম নির্যাতন সহ্য করেছি। অনেক ভাই বন্ধু হারিয়েছি। তবুও রাজনীতির মাঠে পিছপা হইনি। দলীয় কর্মসূচি চালিয়ে গেছি। বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেছি। আমি রাজনীতির মাঠে নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে মিডিয়ার সকল কর্মীদের পাশে চাই। মিডিয়াকে উপেক্ষা করে রাজনীতি করা অসম্ভব।

তিনি বলেন, ফরিদপুর-৪ আসনে দুইটা আওয়ামী লীগ ছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুর -৪ আসনে আমাকে চ্যালেঞ্জ হিসেবে পাঠিয়েছেন। আমাদের মাঝে নেতৃত্বের প্রতিযোগিতা রয়েছে কিন্তু কোন দলীয় কোন্দল নেই। আমি এই আসনে নির্বাচিত হলে আগামীতে মিডিয়ার জন্য কাজ করবো।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত