ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি বন্ধ

উপজেলা প্রতিনিধি, সাটুরিয়া (মানিকগঞ্জ)
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ০৯: ৩৭

ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিজ্ঞাপন

ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের সংখ্যা ক্রমশ বাড়ছে। শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ঘাটগুলোতে গাড়ির চাপ বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাকগুলো দীর্ঘ সময় অপেক্ষা করছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুটি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল পুনরায় শুরু করা হবে।’

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাত ১০টার পর থেকেই নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১২টার পর ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এর ফলে রাত দেড়টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

কুয়াশা কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১০টি এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে। যাত্রীবাহী বাস এবং পচনশীল পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে পারাপারের ব্যবস্থা করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত