কিশোরগঞ্জে কলেজছাত্র হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ : ২০ মে ২০২৫, ১৫: ১৬
আদালত

কলেজছাত্র হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা এই রায় ঘোষণা করেন। ফাঁসির মাধ্যমে এই সাজা কার্যকর করার নির্দেশ দেন বিচারক।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত তিন আসামির মধ্যে দুইজন পলাতক ছিলেন।

সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া গ্রামের সুমন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার দৌলতদিয়া গ্রামের সেলিনা বেগম ও একই জেলার সোনারামপুর গ্রামের শোভা প্রকাশ।

এর মধ্যে সেলিনা বেগম ছাড়া বাকি দুই আসামি পলাতক রয়েছে। রায়ে মৃত্যুদণ্ডের পাশাপাশি দশ হাজার টাকা অর্থ জরিমানার সাজা দেয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ৬ জানুয়ারি রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে আসামিরা ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ঘটনায় পরদিন নিহত মোহাম্মদ আলীর পিতা শাসউদ্দিন বাদী হয়ে ভৈরব

থানায় হত্যা মামলা দয়ের করেন।

জনাকীর্ণ আদালতে বিচারক আজ এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন এপিপি শফিউজ্জামান ভূইয়া ও আসামি পক্ষে ছিলেন মিজানুর রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত