স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ২৮

শরীয়তপুরে দ্বিতীয় স্ত্রীকে মাটি চাপা দিয়ে হত্যার দায়ে স্বামী ইলিয়াস শিকদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলায় অভিযুক্ত সতীন রত্না বেগমসহ অপর আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রোববার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সোলায়মান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি ইলিয়াস শিকদার (৬৩) আদালতে উপস্থিত ছিলেন না; তিনি পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৩০ নভেম্বর জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের করিম উদ্দিন মাদবর কান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে হত্যা করে তার স্বামী ইলিয়াস। হত্যার পর মরদেহ ঘরের বারান্দার মাটির নিচে চাপা দিয়ে রাখেন তিনি। পরে ১ ডিসেম্বর স্থানীয় গ্রাম পুলিশ (চৌকিদার) হাচেন আলী বিষয়টি জানতে পেরে জাজিরা থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় জাজিরা থানার এসআই নিজাম উদ্দিন বাদী হয়ে ইলিয়াস শিকদার ও সতীন রত্না বেগমসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আজ রায় ঘোষণা করেন।

শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু জানান, স্ত্রী হত্যার দায়ে ইলিয়াসকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া লাশ গুমের অভিযোগে ৫ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তবে সতীন রত্না বেগমসহ অপর আসামিদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদের বেকসুর খালাস দিয়েছেন।

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এবার ১ টাকায় গরুর মাংস বিতরণের ঘোষণা সেই এমপি প্রার্থীর

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বহন করা সেই প্রিজন ভ্যানে কী আছে

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের নেয়া হয়েছে ক্যান্টনমেন্টের অস্থায়ী কারাগারে

গাজায় স্বাস্থ্য সংকট কয়েক প্রজন্ম থাকবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত