আপত্তিকর ভিডিও ভাইরাল, কর্মস্থলে নেই সেই ডিসি

উপজেলা প্রতিনিধি, ভেদরগঞ্জ (শরীয়তপুর)
প্রকাশ : ২১ জুন ২০২৫, ১৩: ৩৮

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর কর্মস্থলে নেই শরীয়তপুরের ডিসি মুহাম্মদ আশরাফ উদ্দিন। ডিসি কার্যালয়ের এক কর্মচারী না প্রকাশ না করার স্বর্তে বলেন, স্যার বৃহস্পতিবার বিকালে একটি ভাড়া করা গাড়িতে উঠে গেছেন। এরপর তিনি আর বাসায় কিংবা অফিসে আসেননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাসুদুল আলম বলেন, শুক্রবার বিকাল থেকে তিনি শরীয়তপুর জেলায় নেই। কোথায় গেছেন জানি না।

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তার সাথে এক নারীকে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। আর এই ঘটনার পর জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা।

শুক্রবার সকালে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ব্যক্তিগত ফেসবুকে ডিসির আপত্তিকর ছবি ও টেলিগ্রামে ভিডিওটি পোস্ট করেন।

ফেসবুক ক্যাপশনে তিনি লিখেছেন, শরিয়তপুরের ডিসি মো. আশরাফ উদ্দিন। একজন জনগুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তি। উনি এই ছবিগুলো নিজেই খুশি মনে তুলেছেন। ভিডিও করেছেন। ছবির ওনাকে বিয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। এখন বিয়ে না করে হু/ম/কি দিচ্ছেন। ওনার কোলে তোলার গল্পের খানিকটা কমেন্টের টেলিগ্রাম চ্যানেলে দেয়া আছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হয়ে যোগদান করেন।

এর আগে তিনি ২৭ তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ হয়ে পূর্বে নিউরো ডেভলপমেন্ট, প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

বিষয়টি নিয়ে ক্ষোভ জানিয়ে জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক ইমরান আল নাজির বলেন, ডিসি তার সৎচরিত্র ধরে রাখতে পারেনি। জাওয়াদ নির্ঝর নামের এক প্রবাসী সাংবাদিক ডিসি এবং এক নারীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন। তা থেকে আমরা বিষয়টি জানতে পেরেছি। ডিসির কাছ থেকে এধরণের কাজ কেউ প্রত্যাশা করে না। তার এমন অপ্রত্যাশিত ভিডিও বা ছবি ভাইরাল হবে এটা আমরা বা জনগণ কেউ প্রত্যাশা করেনা।

এদিকে ভুক্তভোগী নারীর সাথে কথা হলে তিনি জানান, উনি ( ডিসি) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সাথে ডিভোর্স করিয়েছে। আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। সে এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে মারধর করেছে। আমার ২৫ বছর সংসারে আমি কোথাও সম্পর্কে জড়াইনি। কিন্তু সে আমাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করে তার প্রতি আসক্ত করেছে। সে এখন কলঙ্কিনী বানিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। তার জন্য কোথাও আমি মুখ দেখাতে পারি না। কিন্তু সে রাজার হালে রয়েছে। কোটি কোটি টাকা কামাবে সেই ধান্দা করছে। ওর কারণে দুটি সংসার নষ্ট হয়ে গিয়েছে। আমি এখন তার বিচার চাই।

এ বিষয়ে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত