টঙ্গী গাজীপুরের টঙ্গীতে একটি বস্তার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে টঙ্গীবাজার গরুহাটা এলাকায় বস্তাপট্টিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আশপাশের দোকানিরা জানান, টঙ্গী রেলব্রিজের পাশের রেললাইন সংলগ্ন বস্তাপট্টির সেলিম মিয়ার গুদামে ভোরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আগুনের লেলিহান শিখা পাশের জাকির হোসেন, হানিফ গাজী, চুন্নু মিয়া ও আলমের বস্তার গুদামে ছড়িয়ে পড়ে। এতে ৫টি বস্তার গুদামে রক্ষিত বস্তা ও বস্তা তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়ে যায়।
এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বস্তার ৫টি গুদাম পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের কারণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

