আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকায় ভূমিকম্পে দেওয়াল ধসে একজন বাচ্চা ঘটনাস্থলে মারা যায় এবং বাচ্চার মায়ের অবস্থাও গুরুতর।

এ ছাড়া একজন পথচারী গুরুতর আহত হয়েছে মর্মে জানা যায়। রুপগঞ্জে নিহত শিশুটির মা ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। মৃত শিশুটির পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া বিভিন্ন উপজেলা এবং সিভিল সার্জন অফিস হতে প্রাপ্ত তথ্যমতে নারায়ণগঞ্জে ২৪ জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারো আঘাতই অতি গুরুতর নয়। ভূমিকম্পের কারণে অবকাঠামোগত ক্ষয়ক্ষতির তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন