আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুরে বজ্রপাতে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

মাদারীপুর সদর উপজেলায় বজ্রপাতে রাজিব হোসেন নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজিব মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর গ্রামের মাসুদ বেপারীর ছেলে।

বিজ্ঞাপন

মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজিব পাট ধোয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি জলাশয়ে যান। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে যায় এবং প্রবল শব্দে বজ্রপাত হয়। বজ্রপাত সরাসরি রাজিবের গায়ে আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন