আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ লঞ্চ চলাচল

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
দৌলতদিয়া-পাটুরিয়ায় বন্ধ লঞ্চ চলাচল

পদ্মা ও যমুনা নদীতে হঠাৎ করে উত্তাল ঢেউয়ের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিজ্ঞাপন

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে আমার দেশকে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ-এর দৌলতদিয়া ঘাটের সহকারী ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম।

তিনি জানান, পদ্মা-যমুনা নদীতে হঠাৎ করে প্রচণ্ড ঢেউ শুরু হয়েছে। এতে যাত্রীবাহী ছোট নৌযান বা লঞ্চ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে বিকেল সাড়ে ৪টা থেকে সাময়িকভাবে চলাচল বন্ধ রাখা হয়েছে।

দৌলতদিয়া ঘাট এলাকায় দেখা গেছে, নদীর পানির রং ঘোলা হয়ে গেছে এবং প্রবল বাতাসের কারণে নদীতে ঢেউয়ের উচ্চতা অনেক বেড়ে গেছে। ফলে যাত্রীসহ নৌযানগুলো দুলে দুলে উঠছে। এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে আমার দেশকে জানিয়েছেন বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

রায়েরবাজারে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের লাশ উত্তোলন শুরু রোববার

‌নির্বাচনের প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, সে জন্য কাজ করছে বিএন‌পি: আলাল

যৌথবাহিনীর হাতে আটক বহিষ্কৃত যুবদল নেতার কারাগারে মৃত্যু

টিসিবির মাধ্যমে চিনি বিক্রি চলমান থাকবে: শিল্প উপদেষ্টা

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন