ফতুল্লায় বিএনপির তিন নেতাকে দল থেকে অব্যাহতি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২: ৩৫
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৫: ৪১

দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ফতুল্লায় বিএনপির তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। অব্যাহতি পাওয়া নেতারা হলেন- কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকালে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুঁইয়া স্বাক্ষরিত চিঠিতে ওই তিন নেতাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

এ প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার পর হতে অব্যাহতি পাওয়া নেতারা ফতুল্লা থানা বিএনপি এবং জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বকে অমান্য করে ক্রমাগতভাবে দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থেকেছেন, যা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের কর্মকাণ্ড ছিল দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

ইতিপূর্বে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও কোনো জবাব দেননি। তাই দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মঈনুল ইসলাম রতন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন ও এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তিনি আরো জানান, একই কারণে ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট অব্যাহতি পাওয়া তিন নেতাকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত