টঙ্গীতে ফায়ার ফাইটার শামীমের পর মারা গেলেন নুরুল হুদাও

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৫
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ০৮

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে কেমিক্যাল গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের (৪০) পর এবার মারা গেলেন নুরুল হুদা (৩৮)। বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত নুরুল হুদা ময়মনসিংহের গফরগাঁও থানার আব্দুল মনসুরের ছেলে। তিনি টঙ্গী ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার ছিলেন।

বিজ্ঞাপন

এরআগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা বার্ন ইউনিটে মারা যান শামীম আহমেদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম।

প্রসঙ্গত: সোমবার বিকেলে টঙ্গী বিসিক সাহারা মার্কেটের কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম (৪৭), পরিদর্শক জান্নাতুল নাইম (৪২), ফায়ার ফাইটার শামীম আহমেদ (৪০), নূরুল হুদা (৪৫), জয় হাসান (২৫) ও পথচারি বাবু হাওলাদার (২০) এবং আশিক (১৭) আহত হন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত