ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত যানচাপায় দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১১: ১৮

রাস্তা পারাপারের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অজ্ঞাত যানের চাপায় দুই যুবক নিহত হয়েছে। তাদের বয়স আনুমানিক ২৪ থেকে ২৫ বছর। তাৎক্ষণিক নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ভোর ৬টায় কাঁচপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জুলহাস উদ্দিন।

হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, একটি বিকল ট্রাককে অপর একটি ট্রাকের সাহায্যে ঢাকার দিকে টেনে নেয়া হচ্ছিল। এ সময় ট্রাকটি ডিভাইডারের সাথে আটকে যায়। পরে বিকল হওয়া ট্রাকের দুই যুবক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় মারা যান। লাশ দুটি উদ্ধার করে কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত