গোয়ালন্দে সংবেদনশীলকাণ্ডের অভিযোগে দুই কিশোরী গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১২: ১৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরু মোল্লার পাড়া এলাকায় অনৈতিক ও সংবেদনশীল কর্মকাণ্ডের অভিযোগে দুই কিশোরীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, তারা আইনের সঙ্গে সংঘাতে জড়িত কিশোরী হিসেবে চিহ্নিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ জুলাই) বিকালে গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফারুক হোসেন (বিপিএম) ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুলহাস মোল্লার বাড়ি থেকে ওই দুই কিশোরীকে গ্রেপ্তার করেন।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোয়ালন্দঘাট থানায় ফৌজদারি দণ্ডবিধির ৩৭৭ ও ১১৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। কিশোরীদের বিরুদ্ধে আনীত অভিযোগ সংবেদনশীল (আন্তযৌন সম্পর্ক)।

আইনগত বিধি অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিষয়টি নিষ্পত্তি হবে। আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট কিশোরীদের বিষয়ে আদালতের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত