টঙ্গীতে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ৪

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ৪৯

গাজীপুরের টঙ্গীতে ভবনের বাউন্ডারি দেয়াল ধসে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বুধবার সকাল ১১টার দিকে সাতাইশ খরতৈল জামতলা বড় মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চার শ্রমিক।

বিজ্ঞাপন

নিহত বাবুল (৫৫) নরসিংদীর রায়পুরা উপজেলার আব্দুল্লাহপুরা গ্রামের মৃত রাজ্জাক মিয়ার ছেলে। আহতরা হলেন নরসিংদীর রায়পুরা থানার মেহেরনগর গ্রামের ইমরান মিয়া (২০), একই এলাকার বাঁশগাড়ী গ্রামের ইসমাইল (৪০), মাধবদী থানার বিক্রমপুর গ্রামের শুক্কুর আলী (৩৯) এবং সদর থানার চর আলমখালী গ্রামের মো. ফারুক (৪০)।

স্থানীয়রা জানায়, খরতৈল জামতলা এলাকার মাজহারুল ইসলামের মালিকানাধীন বহুতল ভবনের বাউন্ডারি আগেই নড়বড়ে ছিল। সম্প্রতি মাজহারুল দেয়ালের ওপর নতুন করে ইটের গাঁথুনি দিয়ে শক্ত করার চেষ্টা করেন। বুধবার সকাল থেকে তিনি শ্রমিক দিয়ে ভাঙা ইটের সুরকি তৈরি করে দেয়াল ও ভবনের মাঝের ফাঁকা জায়গায় জমা করছিলেন। অতিরিক্ত ওজনের চাপে একপর্যায়ে দেয়াল ধসে পড়ে। এসময় ইট ভাঙার কাজে নিয়োজিত পাঁচ নির্মাণ শ্রমিক দেয়ালের নিচে চাপা পড়েন। পরে তাদের উদ্ধার করে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে বাবুল মারা যান।

এ ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন আহাম্মেদ বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে যায়। লাশ উদ্ধার করা হয়েছে। আহতরা চিকিৎসাধীন আছেন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়ারধীন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত