টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চার জনকে আসামি করে মামলা

স্টাফ রিপোর্টার, টঙ্গী
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ০৯
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ১০

গাজীপুরের টঙ্গী বিসিক সাহারা মার্কেটে ফেমাস কেমিক্যালের গুদামে অগ্নিকাণ্ডে প্রাণহানি ও তথ্য গোপনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার দুপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঢাকা (জোন-৩) এর উপ-সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয়সহ আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে টঙ্গী পূর্ব থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন, ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে বিসিক সাহারা মার্কেটের ফেমাস কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে গুদামে কি ধরনের মালামাল রয়েছে জানতে চাইলে আসামিরা তথ্য গোপন করে এবং গুদামে কেমিক্যাল জাতীয় দ্রব্য নেই বলে ফায়ারকর্মীদের জানায়। পরে আগুন নেভাতে গেলে হঠাৎ কেমিক্যালের ড্রাম বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম, ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা, জয় হাসান, দোকান কর্মচারী বাবু হাওলাদার ও পথচারী আশিক আহত হন।

আহতদের মধ্যে খন্দকার জান্নাতুল নাঈম, শামীম আহমেদ, নুরুল হুদা ও বাবু হাওলাদার ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

মামলার এজাহারে আরো বলা হয়, ফেমাস কেমিক্যালের গুদামে বিভিন্ন প্রকারের কেমিক্যাল ভর্তি ড্রাম ও বস্তা রাখা ছিল। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কেমিক্যাল গুদাম মালিকদের কেমিক্যাল ও বিস্ফোরকদ্রব্য মজুদ রাখার বিষয়ে বার বার নোটিশ দিয়ে তা সরিয়ে অগ্নি নিরাপত্তামূলক ব্যবস্থা বাস্তবায়ন করা জন্য নির্দেশনা দিলেও আসামিরা সুচতুরভাবে কর্তৃপক্ষের সতর্কতামূলক নির্দেশনা অমান্য করেছে। এছাড়াও সুকৌশলে কেমিক্যাল ও বিস্ফোরকদ্রব্য মজুদ করেছে। আসামিরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে গুদামে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন ও সতর্কতামূলক ব্যবস্থাগ্রহণ না করে বিপদজনক বিভিন্ন প্রকারের কেমিক্যাল ভর্তি ড্রাম ও বস্তা মজুদ করে। গুদামে অনিনির্বাপন সরঞ্জাম না রাখা ও তাৎক্ষণিকভাবে অগ্নি প্রতিরোধ করার মতো প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী না রাখায় ওই অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত অগ্নি দুর্ঘটনা, ক্ষয়ক্ষতি ও হতাহতের জন্য আসামিরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত