পুলিশের সহায়তায় হাফিজ ফিরে পেলেন জীবিকার অবলম্বন

উপজেলা প্রতিনিধি, কোটালীপাড়া (গোপালগঞ্জ)
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ১৪: ১৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের সহযোগিতায় ভ্যানচালক হাফিজ শেখ ফিরে পেয়েছেন তার জীবিকার একমাত্র অবলম্বনটি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রাম থেকে পুলিশের সহায়তায় ভ্যানটি উদ্ধার করে হাফিজ শেখের পরিবার।

চুরির ঘটনায় বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আড়জুরী ইউনিয়নের ভান্ডারখোলা গ্রামের আশব শেখের ছেলে আলিম শেখ জড়িত ছিল। যেটা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, গত ২১ অক্টোবর দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে হাফিজ শেখের ভ্যানটি চুরি হয়ে যায়। ওই ঘটনার পর ভ্যানচালক হাফিজ শেখ হাসপাতাল ব্রিজে বসে বিলাপ করতে থাকেন। কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায়ত্বের কথা উপস্থিত সাংবাদিকদের জানান। ভ্যানচালক হাফিজের বিলাপের ভিডিও ফেসবুক পেজে প্রকাশ হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশ হাফিজের ভ্যানটি উদ্ধারে তৎপর হয়ে ওঠে। টুঙ্গিপাড়া হাসপাতালের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে একজন চোরকে শনাক্ত করে পুলিশ। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করে টুঙ্গিপাড়া থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় ভান্ডারখোলা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভ্যানটি ফেরত পায় হাফিজ শেখ।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর চুরি হওয়া ভ্যানটি উদ্ধারের জন্য পুলিশ তৎপর হয়ে ওঠে। তখন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে একজন চোরকে শনাক্ত করা হয়। পরে মোল্লাহাট থানা ও ভান্ডারখোলার ইউপি সদস্যর সাথে যোগাযোগ করে ভ্যানটির খোঁজ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় চুরি হওয়া ভ্যানটি ফেরত পায় চালক হাফিজ শেখ। চোর চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

চুরি হয়ে যাওয়া ভ্যানটি ফিরে পেয়ে হাফিজ শেখ বলেন, ৬০ হাজার টাকা ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। সারা দিন ভ্যান চালিয়ে যা আয় হতো তা দিয়ে চলতো চার ছেলেমেয়েসহ ছয়জনের সংসার। মাত্র ৪টি কিস্তি দেয়ার পর জীবিকার একমাত্র অবলম্বন সেই ভ্যানটি চুরি হয়ে যায়। তখন মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছিলাম। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর পুলিশের সহযোগিতায় ভ্যানটি ফিরে পেয়েছি। তাই গণমাধ্যম ও পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত