'অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়'

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৯: ৩৯

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, অটিজম আক্রান্ত শিশুরা সমাজের বোঝা নয়। তারা আমাদের মতোই মানুষ, শুধু একটু ভিন্নভাবে। আমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, তাদের সক্ষমতা খুঁজে বের করা।

মঙ্গলবার জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শুরুতেই এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়, যেখানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন), সমাজকল্যাণ অধিদপ্তরের উপপরিচালক, অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে নিবেদিত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, অটিজম পরিবার, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত হয় হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ১০ জন অটিজম ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করেন।

অনুষ্ঠানে হুইল চেয়ার পাওয়া নারায়ণগঞ্জ সদরে বাসিন্দা ৪৮ বছর বয়সী মো. শাহজাহান জানান, এই হুইল চেয়ারটি আমার চলাফেরার জন্য নতুন জীবন দিল। স্বাভাবিক চলাফেরা ছিল আমার জন্য দুর্বিষহ। এই হুইল চেয়ারটি আমাকে নতুন প্রান দিল। জেলা প্রশাসক মহোদয়ের প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

হুইল চেয়ার প্রাপ্ত ৬৬ বছর বয়সী ইসমাইল হোসেন বলেন,জেলা প্রশাসক মহোদয় শুধু একজন প্রশাসনিক কর্মকর্তা নন, তিনি একজন মানুষের মতো মানুষ। তার এই সহানুভূতিশীল আচরণ আমাদের জীবনে আশার আলো হয়ে এসেছে। তাঁকে নিয়ে আমার মনে অনেক আবেগ, অনেক কৃতজ্ঞতা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মহোদয় বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান তারা কেউ আমাদের বোঝা নয়; বরং তাদের অনেকের মাঝে রয়েছে অভাবনীয় প্রতিভা। আমরা যদি তাদের পাশে থাকি, তাদের বিকাশে সহায়তা করি—তবে তারাও সমাজ ও দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারবে।”তিনি আরও বলেন, “অটিজম সম্পর্কে আমাদের সমাজে আরও বেশি সচেতনতা গড়ে তুলতে হবে। সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের অটিজম ব্যক্তিদের পাশে দাঁড়ানো উচিত।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসের এই আয়োজন সকলের মাঝে নতুন করে সচেতনতা সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়বে—এই আশাই সকলের। 

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত