আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযান, একজনকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৪: ১১

আড়াইহাজারে যৌথ বাহিনীর অভিযানে সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় এক মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

গতকাল রাত ৯টায় আড়াইহাজার সদর বাজারের পায়রা চত্বরে এই দোকানিকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নঈম উদ্দীন।

সহকারী কমিশনার নঈম উদ্দীন জানান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে আমরা সব সময় অভিযান চালিয়ে যাচ্ছি। বুধবার রাত ৯টায় বিভিন্ন দোকান মনিটরিংয়ের পর আড়াইহাজার পায়রা চত্বরে মাসুদ স্টোরে অনিয়ম পাওয়া যায়। ওই দোকানে সয়াবিনের সঙ্গে খোলা পাম তেল মিশিয়ে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছিল। হাতেনাতে ধরে দোকান মালিক

মাসুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সদস্য ও থানা পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত