ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট, যাত্রীভোগান্তি চরমে

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ : ০৬ জুন ২০২৫, ০৯: ৩৩
আপডেট : ০৬ জুন ২০২৫, ১৫: ৪৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলছে যানবাহন।

উত্তরবঙ্গমুখী সড়কে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, সড়ক দুর্ঘটনা ও গাড়ির বিকল হওয়া এই যানজট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার ভোর সকাল থেকে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

যাত্রী ও বাসচালক জানায়, বুধবার রাত থেকেই উত্তরবঙ্গগামী লেনে গাড়ির অতিরিক্ত চাপের কারণে যানজট সৃষ্টি হয়। আর রাতে সড়কের বিভিন্ন স্থানে গাড়ি বিকল হয়ে পড়ে। এতে যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

যানজট নিরসনে সেনাবাহিনী-পুলিশ কাজ করছে যাচ্ছে। যমুনা সেতুর ওপর একাধিক গাড়ি বিকল হয়ে পড়েছে। রেকার দিয়ে গাড়ি সরিয়ে নিতে সময় লাগার কারণে যানজট লেগে যায়। এছাড়া সদর উপজেলার ঘারিন্দা অংশে সকালে একটি মালবাহী ট্রাক উল্টে গিয়ে মহাসড়কে পড়ে যায়। এতে তিনজন আহত হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ শরীফ বলেন, মহাসড়কে একাধিক বাস বিকল হয়। সেনাবাহিনী-পুলিশ যৌথভাবে যানজট নিরসনে কাজ করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত