আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সাভারে বিএনপি নেতা হত্যকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

সাভারে বিএনপি নেতা হত্যকারীদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

সাভারে বিএনপি নেতা আবু সাঈদ হত্যকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে মানববন্ধন এবং ওসিকে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছেন এলাকাবাসী। রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করা হয়।

বিজ্ঞাপন

এসময় বিক্ষোভকারীরা বনগা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদের হত্যাকারী আওয়ামী লীগের শীর্ষ সন্ত্রাসী জাকির হোসেনসহ মামলার অন্যান্য আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানান।

মানববন্ধন থেকে একাধিক বক্তা সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়াকে দায়িত্ব থেকে প্রত্যাহার দাবি করেন। মানবন্ধনে এলাকাবাসী জানান, ২৪ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার না করা হলে আবারো কঠোর কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

পূর্ব শত্রুতার জের ধরে গত ২২ অক্টোবর রাত নয়টার দিকে বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় বিএনপির ওয়ার্ড শাখার দপ্তর সম্পাদক আবু সাঈদকে দলবল নিয়ে কুপিয়ে হত্যা করে আওয়ামী লীগের সমর্থক জাকির ও তার লোকজন। এ ঘটনায় ২৩ অক্টোবর সাভার মডেল থানায় ২৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের হলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরে গতকাল রোববার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না করতে পারলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের হুমকি দেন।

এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, নিহত আবু সাঈদের স্ত্রী জোহরা খাতুন, সন্ত্রাসী হামলায় আহত সলিম উল্লাহ, আমান উল্লাহ, মোস্তফা মিয়া, লাল চান, সাইফুল হোসেন, সিরাজুল ইসলাম ও নিহতের দুই ছেলে জাহিদ হোসেন এবং আলী হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন